Header Ads

Breaking News

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

৪ পায়ে ২ কেজি গাঁজা পলাশবাড়ীতে গ্রেফতার ২ মাদককারবারি।

৪ পায়ে ২ কেজি গাঁজা পলাশবাড়ীতে গ্রেফতার ২ মাদককারবারি।


                                                                                   

                                                                                                            গাইবান্ধা জেলা প্রতিনিধি -ডা.ওবাইদুল ইসলাম

৪ পায়ে ২ কেজি গাঁজা পলাশবাড়ীতে গ্রেফতার ২ মাদককারবারি।

ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে যাত্রীবশী অভিনব কায়দায় দুই মাদককারবারি শরীরের পায়ের উড়ুর উপরে পলিথিনে দড়িতে মোড়ানো কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ

গ্রেফতারকৃতরা হলো লালমনির হাট সদর উপজেলার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে মোঃ শাহ আলম (২২), একই উপজেলার হরিণ চওড়া গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে মোঃ মোখলেছ (৫০) 

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজ ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি 

(বি..টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে ১১ জুলাই বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় রংপুর টু বগুড়াগামীসেঞ্চুরী স্পেশাল পরিবহনযাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা 

মেট্রো--১৫-৭৫১৬ উক্ত বাসের যাত্রী আসামী মোঃ শাহ আলম (২২) মোঃ মোখলেছ (৫০) এর হেফাজত হইতে (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার করা হয় 

এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান,এই ঘটনায় পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয় সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের অভিযান অব্যহত আছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart