Header Ads

Breaking News

মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ফকিরহাট উপজেলা হাসপাতলে আধুনিকতার ছোঁয়া পেলো ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন মাধ্যমে।

 ফকিরহাট উপজেলা হাসপাতলে আধুনিকতার ছোঁয়া পেলো ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন মাধ্যমে।


                                                                                                                        বিশেষ প্রতিনিধি : আকাশ পাল। 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগীদের বুকের পরীক্ষার জন্য ডিজিটাল এক্স-রে মেশিন বসানো হয়েছে। বর্তমানে হাসপাতালে বিনামূল্যে করা হচ্ছে যক্ষা রোগীর এক্স-রে। এতদিন যক্ষা রোগীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে পরীক্ষা করাতেন। এতে অনেক ভোগান্তীর পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্থ হতেন রোগীরা। 

এছাড়া অত্র হাসপাতালে জনবলও বৃদ্ধি পেয়েছে। এতদিন দাঁতের ডাক্তারের পদ ছিল শুণ্য। শুধুমাত্র একজন মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) দিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। কিন্তু গত ২৪ এপ্রিল সহকারি ডেন্টাল সার্জন (বিসিএস) ডা. শেখ মো. নোমান রাসেল জয়েন্ট করেছেন। 

এছাড়াও রয়েছেন মেডিকেল টেকনোলজিষ্ট মির্জা আবিদ করিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম জানান, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এই ডিজিটাল এক্স-রে মেশিন বসানো হয়েছে। এখানে যক্ষা রোগীদের বুকের এক্স-রে বিনামূল্যে করা হচ্ছে। এখন আর এখন থেকে এসব রোগীদের এক্স-রে করার জন্য বাইরে যেতে হবে না। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের ডাক্তার ছিলেন না।

 সম্প্রতি দাঁতের ডাক্তার জয়েন্ট করেছে। দাঁতের চিকিৎসার জন্য রোগীদের বাইরে যেতে হবে না। এছাড়াও এমপির তৃতীয় পর্যায়ের টিআর বরাদ্ধ থেকে মহিলা ওয়ার্ডে মহিলাদের সুবিধার জন্য অজুখানাসহ দুটি টয়লেট, গোসলখানা তৈরী করা হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিবেশ আগের তুলনায় অনেক ভাল হয়েছে বলে তিনি জানান।

আরও জানতে......


                                                         









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart