Header Ads

Breaking News

মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

বন্যা কবলিত এলাকায় মানবতার সেবায় আমরা সংগঠনের মাধ্যমে ফ্রী ঔষধ বিতরন।

বন্যা কবলিত এলাকায় মানবতার সেবায় আমরা সংগঠনের মাধ্যমে ফ্রী ঔষধ বিতরন।


                                                                                                             মোঃ রোমান আকন্দ,
                                                                                                             গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ

কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউনিয়নের বিভিন্ন চরের আকস্মিক বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক চিকিৎসা সেবা হিসাবে ঔষধ প্রদান করেন মানবতার সেবায় আমরা সংগঠন।সেখানে রোগ হিসাবে জ্বর, সর্দি, কাশি,গ্যাস,এলার্জি, মুখে ঘাঁ সহ পাতলা পায়খানার ঔষধ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানবতার সেবায় আমরা সংগঠনটির সভাপতি আশাদুল ইসলাম, সহ সাধারন সম্পাদন আশরাফুল ইসলাম,স্বাস্থ বিষয়ক সম্পাদক রিমন আকন্দ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোমান আকন্দ সহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। সভাপতি আশাদুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ৩০টি পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঔষধ বিতরন করি। এছাড়াও তিনি আরও বলেন,আমাদের সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি গরীব,অসহায়, পথ শিশু, বেওয়ারিশদের নিয়ে কাজ করবে।এজন্য আমরা আপনাদের সহযোগীতা ও সাপোর্ট চাই।

পানিবন্দি ইয়াসির আলী বলেন,আমরা ১০দিন থেকে পানিবন্দি হয়ে অনেক কষ্টে দিন যাপন করছি।বন্যা আসলে আমাদের কষ্টের শেষ থাকেনা।খাবার - দাবার থেকে শুরু করে ঔষধ কেনা আমাদের সব চেয়ে বড় সমস্যা।কিন্তুু আজ প্রথম মানবতার সেবায় আমরা নামক একটি সংগঠন আমাদের চরে এসে আমাদেরকে বন্যার ভয়াবহতা সম্পর্কে পরামর্শ ও এর পাশাপাশি ফ্রি ঔষধ প্রদান করেন। আমরা চরের মানুষ খুশি হয়ে সংগঠনটির জন্য দোয়া করি। আমরা বানভাসি লোকেরা দোয়া করি এমন সংগঠনটি মানবতার দুত হয়ে ভালো কাজ নিয়ে সকলের দারে দারে পৌছোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart