Header Ads

Breaking News

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

শেখ ছখিনা খয়বার পরিবারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার কে আন্তরিক শুভেচ্ছা

 



স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সাল থেকে এগিয়ে চলছে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শেখ ছখিনা খয়বার শিল্পীগোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. নিবন্ধন নং- (#১০২.৪৭.০১.১২০) বাংলাদেশ বেতার, খুলনা। কিসমত খুলনা, নৈহাটি শ্রীরামপুর, রূপসা, খুলনা৷ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাঃ ড. মুহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ৩. ড. আসিফ নজরুল ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রিজওয়ানা হাসান ৭. শারমিন মুরশিদ ৮. ফারুকী আযম ৯. আদিলুর রহমান খান ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. মো. নাহিদ ইসলাম ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতিঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ. সহ প্রতিষ্ঠানের দ্বায়িত্বরত সকল সদস্যবৃন্দ। এ্যাডঃ এস এম মোস্তাফিজুর রহমান মোশতাক, রাজু আহমেদ খান শহিদ, মোঃ খবীরুদ্দীন, এস এম আসাদুজ্জামান, ওমার ফারুক রাসেল, জান্নাতুল শহীদ মীম, মোসাঃ সুমাইয়া শহীদ, হাফেজ মাওলানা হাবিবুর ইসলাম বেলালী, জি এম রাকিব হোসেন, হাফিজুর রহমান, ইব্রাহিম খাঁ, মোঃ রবিউল ইসলাম, হাফেজ আবদুল্লাহ্ বিন আবজাল, নুসাইব বীন শহিদুল ফরাজি, মোঃ মোশাররফ শেখ ইশারাত, মাহাদী হাসান রিয়াদ, হাফেজ আল হেলাল, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, সাকিব হোসেন রাজ, তামান্না আক্তার বৈশাখী, সুরাইয়া রহমান তুষা, মোঃ আসাদুল্লাহ সিয়াম, সাকিবুল ইসলাম, মোঃ মোয়াজ মাহমুদ, মোঃ আছাদুল শেখ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart