Header Ads

Breaking News

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

স্বৈরাচার হাসিনা সরকারের দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

স্বৈরাচার হাসিনা সরকারের দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন;




Rabiul Islam:

স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পুলিশ বাহিনীর পেটোয়া দুই কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন। তেরখাদা টিএনটি চত্বরে ২৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় তেরখাদা উপজেলা বিএনপি'র উদ্যোগে মানববন্ধনে অবিলম্বে অতিঃ আইজিপি (অবঃ) শেখ মারুফ হাসান, অতিঃ ডিআইজি শেখ মেহেদী হাসান পলাশকে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলী। তিনি বলেন, খুনি শেখ হাসিনা সরকারের কুলাঙ্গারেরা আমাদের ঘরে থাকতে দেয়নি। এই দুষ্কৃতিকারী দলের সদস্যরা আমাদের উপর নানাভাবে মামলা হামলা চালিয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাউছার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ একরাম হোসেন জমাদার, যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবির, যুগ্ন আহবায় সেখ আজিবার রহমান, রবিউল ইসলাম লাকু, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, শেখ ওহিদ, মোঃ রমিজ, ছাত্রদলের

সভাপতি সাব্বির আহমেদ টগর, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদ চৌধুরী আছাবুর রহমান, মোঃ ফোরকান, হাসিব ফকির, মোঃ আসাদ, তালেব শেখ, মুন্না পারভেজ, ইকরামুল শিকদার, উপজেলা বিএনপি'র সদস্য মোল্লা পাবেল আহমেদ প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart