Header Ads

Breaking News

শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রূপসায় থানা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

   
 শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলার রূপসায় দেশের চলমান গুজব ও নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব রূপসা থানা ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিল আজ ৯ আগষ্ট বিকালে উপজেলার সদরে অনুষ্ঠিত হয়৷ মিছিলটি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে কাজদিয়া বাজারে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন আমাদের সকলের গুজব এবং নৈরাজ্যর বিরুদ্ধে স্বোচ্ছার থাকতে হবে। দেশের মানুষ কে এবং তাদের সকলকে ভালো রাখতে হবে। মানুষের বিপদে এগিয়ে আসতে হবে। তারা বলেন পূর্ব রূপসা থানা ছাত্রদলের প্রতিটা নেতৃবৃন্দ আপনাদের সকলের পাশে আছেন।দলের কেউ কোনো অপকর্মের সাথে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাহাজামান প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ।
এসময় বক্তৃতা করেব উপজেলা বিএনপির সদস্য আসাবুর মোড়ল,টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন খান,সদস্য সচিব আজিজুর রহমান মোড়ল,বিএনপি নেতা মোঃ হাকিম কাজী,খন্দকার শরিফুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আলিম খান,মুন্না সরদার,বাদশা জমাদ্দার,জেলা যুবদলের সহ- শিল্প বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রিপন,জেলা ছাত্রদলের সহ-

সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান,ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এমজেএড শুভ,রূপসা থানা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম নাসির,রূপসা ডিগ্রি কলেজ সদস্য সচিব নুরুল আমিন পাপ্পু,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক মাসুদ শিকারি, সদস্য সচিব নাঈমুল ইসলাম নাঈম,সাবেক থানা ছাত্রদল নেতা বলরাম নন্দী,নাহিদ হাসান,নুরুল হক,মো: রমজান আলী প্রমূখ।



Putul host Affiliate Link: 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart