Header Ads

Breaking News

সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পাইকগাছা উপজেলা বিএনপির শান্তি মিছিল ও পথসভা।


 বি.সরকার। পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় সদ্য পতিত আওয়ামী সরকারের অপতৎপরতা রুখে দাঁড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, দেশ প্রেমিক সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য উপজেলা বিএনপির শান্তি মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল

সাড়ে ১১ টায় উপজেলার প্রধান সড়কে শান্তি মিছিল ও পথসভা হয়েছে। মিছিলটি কোট এলাকা থেকে শুরু হয়ে বাজার জিরো পয়েন্ট পথ সভা হয়।

পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এড. জি এম আঃ সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, মোস্তফা মোড়ল, তুষার কান্তি মন্ডল, এড. সুমন আহম্মেদ, সাইফুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, আব্দুল

মজিদ গোলদার, শেখ আনারুল ইসলাম, আমিনুল ইসলাম বাহার, শেখ হাবিবুর রহমান, আসাদুজ্জামান খোকন, উপস্থিত ছিলেন, প্রভাষক ইকবল হোসেন, সন্তোষ সরদার, মফিজুল ইসলাম টাকু, আবু মুছা, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, সরজিৎ

ঘোষ দেবেন, আরিফুল ইসলাম, আবুল কাশেম, মোহরআলী সায়েদ আলী বাবলা, শেখ ইব্রাহীম, মুরাদ হোসেন, নুর আলী গোলদার,

আলমগীর হোসেন, মুস্তাকিম গাজী, মনিরুজ্জামান শামছুর জামান সরদার, মনি, টুকু, হুরাইরা, আকিজ বিশ্বাস, মোঃ শহিদ, রায়হান পারভেজ টিপু, মোঃ আলম, রাশেদ বিশ্বাস, মজিদ মিস্ত্রি, আঃ সামাদ জোয়াদ্দার, রাসেল আহম্মেদ, কামাল হোসেন, কুদ্দুস, মনিরুল,

মুনছুর, খোকন, আমিনুর আঃ করিম, ইমদাদুল গাজী, আসাদুল গাজী, রফিগাজী, রবিউর ইসলাম, সিরাজুল সিরাজ, মোঃ মিলন, মোঃ দারা, তোরাব আলী, সিরাজুল গাজী, মীর ওবায়দুল্লাহ, আবুল হোসেন, আলম জোয়াদ্দার, আনারুল জোয়াদ্দার, মনু জোয়াদ্দার, আজিজ গাইন, জিনারুল ইমলাম জিন্দা, হায়দার মোড়ল প্রমুখ।

see more...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart