Header Ads

Breaking News

শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

একদিকে বেজায় গরম, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা থাকে না বিদ্যুৎ।

 মোঃ রোমান আকন্দ, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ-

গেল কয়েক দিনের টানা গরম ও সেই সাথে থাকেনা বিদ্যুৎ।এমন অবস্থায় দিন কিংবা রাতে ঘুম হয় না মানুষের।রাত গড়িয়ে সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা প্রখর হতে থাকে।সেই সাথে বৈদ্যুতিক লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে গত দু দিন থেকে সন্ধার পর ভোর হওয়া অবধি টানা কয়েক ঘন্টা পর্যন্ত থাকে না বিদ্যুৎ।এ যেন মরার উপর খরার ঘাঁ।

গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা হলে তারা জানান, একদিকে নেই বিদ্যুৎ, অন্যদিকে গরমের মাএা বেশি হওয়ার কারনে আমাদের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে কথা হলে তারাও জানান, দুই তিন দিন থেকে সন্ধ্যা হলেই বিদ্যুৎ থাকেনা। যে সময় আমরা পড়াশোনা করবো ওই সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে আমাদের অনেক কষ্ট হয়। এর পাশাপাশি অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে রাতে ঘুম না হওয়ায় দিনের বেলায় এর প্রভাব পড়ে আমাদের উপর। তালতলা থেকে গাইবান্ধা গামী কয়েকজন অটো চালকের সঙ্গে কথা হলে তারা জানান, কারেন্ট দিয়ে আমরা সারা রাত অটো চার্জ দেই। আর সেই চার্জ দিয়ে সারাটা দিন অটো চালিয়ে টাকা ইনকাম করি। কিন্তু দুঃখের বিষয় রাতে ঘন্টার পর ঘন্টা কারেন্ট না থাকায় অটো ঠিক মতো চার্জ হতে পারেনা। যার ফলে আমরা ভাড়াও মারতে পারিনা।এতে করে আমাদের পরিবারে অর্থনৈতিক চাপ পড়ে। তাইতো গাইবান্ধা সদর উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির কাছে গ্রাহকদের আহ্বান অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে জনজীবনকে স্বস্তির মুখে ফিরিয়ে আনতে হবে।
Tag: fulcharinews

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart