Header Ads

Breaking News

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

রামপালে খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

রামপালে খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

মোঃ ইকরামুল হক রাজিব বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতসকলেরআত্মারমাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও  সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র  যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম। এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, গাজী শাহাজালাল, ওয়াহেদুজ্জামান সাবু, ছাত্রদলের আহ্বায়ক শেখ শোভন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।  আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, হাসিনা সরকার এদেশের গনতন্ত্রকে কবর দিয়েছিল। সাধারণ মানুষ ছিল অসহায়, মানুষ তাদের বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। দেশের কোমলমতি শিক্ষার্থীরা তাদের ন্যায্য  অধিকার চাইতে গেলে নির্বিচারে শতশত শিক্ষার্থীদের গুলি করে প্রাণ কেড়ে নেয়। আমরা শেখ হাসিনার বিচার দাবি করছি। ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করছি। 
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Tag: Fulchari News

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart