পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত।
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৌরসদরের জিরো পয়েন্টে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সভাপতি নয়ন হোসেন,
ঈশিতা এনাম। উপস্থিত ছিলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন আহমেদ, কুয়েটের মোঃ আসির ফয়সাল, মোঃ রাহানুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ ফাহিম শাহরিয়া সজীব, পাবনা বিশ্ববিদ্যালয়ের মোঃ আশিক হাসান পলক,
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকসারা নেওয়াজ, বিএল কলেজের এস এম ওসামা। এ সময় বক্তারা বলেন, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম দুর্নীতি, পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম দুর্নীতি, ভূমি
অফিসের নানা অনিয়ম দুর্নীতি, বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতি, বিএনপি জামায়েত যোগ হয়ে জমি দখল, লুটপাট, ঘের দখল সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন