Header Ads

Breaking News

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

গাইবান্ধায় লাগামহীন ভাবে বাড়ছে নিত্য পন্যের দাম।

 গাইবান্ধায় লাগামহীন ভাবে বাড়ছে নিত্য পন্যের দাম।



মোঃরোমান আকন্দ, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ-

গাইবান্ধার বিভিন্ন হাট-বাজারে লাগামহীন ভাবে বেড়েছেই চলেছে নিত্য পন্যের দাম। শুক্রবার(২৩ আগষ্ট ) গাইবান্ধার গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে দেখা মেলে প্রতিটি পন্য দ্রব্যের দাম আগুন অবতর। তবে চালের বাজার ঊর্ধ্বমুখী হলেও সেই সাথে বেড়েছে মাছ - মাংসের বাজার। গাইবান্ধা পুরাতন বাজারের কাঁচামাল ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান,গেল ১০-১৫ দিন হলো বাজারে কাঁচামালের পর্যাপ্ত সান্নিধ্য না থাকায় বাজারের দাম একটু বাত্তি হয়েছে।যদি অধিক পরিমানে কাঁচামাল বাজারে ঠুকতে পারে তাহলে আমরাও অল্প দামে বিক্রি করতে আরও দেখতে... পারবো। একই বাজারের চাল ব্যবসায়ীদের সাথে কথা হলে তারাও বললেন, ‘আমরা ব্যবসায়ীরা চালের দাম বাড়াইনি। আমাদের বেশি দামে চাল কিনতে হয়েছে। তাই অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে চাল। গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজ এলাকায় এক রিক্সাচালকের সাথে কথা হলে তিনি বলেন,আমি রিক্সা চালিয়ে অল্প আয় করে যা কামাই করি তা দিয়ে কোনোমতে সংসার চলে। কিন্তু কাঁচামালের দাম যেভাবে হুরহুর করে বেড়েই চলেছে এতে করে রিক্সা চালিয়ে পরিবারের চাহিদা মিটাতে কষ্ট হচ্ছে।চাল কিনে দু মুঠো ভাত আলু ভর্তা দিয়ে খেতে গেলেও আলু আর মরিচ কিনতে তবিল হারিয়ে যায় আমার। কবে নিস্তার পারো এমন অবস্থা থেকে। কামরুল হাসান নামে এক ব্যক্তি তিনি জানান,বর্তমানে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নিত্যপন্যের দামের তালিকা দেওয়া আছে তা শুধু ফেজবুকেই সিমাবদ্ধ। এর যথাযথ কার্যকর বাজার গুলোতে করতে হবে। শহরের বাজারগুলোতে ভোক্তা অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করলেও গ্রামাঞ্চলে তার নেই সিটাফোটাও। আর সেই সুযোগে নিত্যপণ্যের দাম আরও বেশি বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। গাইবান্ধার দাড়িয়াপুর বাজারে গিয়েও একই চিএের দেখা মেলে। গাইবান্ধা সদর উপজেলার মুক্তরপাড়া গ্রাম থেকে দাড়িয়াপুরে বাজার করতে আসা মিঠু বলেন, ‘দাম একটু কম পাবো বলে এতদূর থেকে এই পাইকারি বাজারে আসলাম। কিন্তু বেশি দামেই কিনতে হলো সকল প্রকার নিত্য পন্য। এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের কাছে সাধারন মানুষের আহব্বান অবিলম্বে খুচরা, পাইকারি বাজার সহ গ্রামাঞ্চলের প্রতিটি বাজারে মনিজিং ব্যবস্থা জোরদার করে নিত্য পণ্যের দাম কমিয়ে আনতে হবে।তানাহলে মানুষের দুর্বিসহ জীবন যাপন কটাতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart