অগ্নিসংযোগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেম্বার তালিমুল ইসলামের মৃত্যু
সুজন মাহমুদ, জেলা প্রতিনিধি (যশোর) :
যশোরের ঝিকরগাছা দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যের (মেম্বার) তালিমুল ইসলাম খাঁন (৪০) চিকিৎসাধীন সোমবার গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত অনুমান ২টার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে কে বা কারা বাড়ির বাহির থেকে দরজায় সিটকিনিতে লোহার তার দিয়ে আটকিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে হয়তো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুত্বের মধ্যে পুরো ঘরে
আগুন জ্বলে যায়। তখন ইউপি সদস্য ও পরিবারের চিল্লাচিল্লি বাড়ির আসে পাশের লোকজন শুনতে পেরে দেখে তালিমুলের পুরো ঘরে আগুন জ্বলছে। এসময় তালিমুলের ছোট ভাই তাদের বাাঁচাতে গেলে সেও আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে তাদের সবাইকে বের করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য
ভোরবেলায় তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। আহতদের তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে ইউপি সদস্যের (মেম্বার) তালিমুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) মাগরিব বাদ তার গ্রামের মসজিদে জনাজা শেষে এলাকার গণকবর স্থানে সমাধিত হবে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। মামলার জের ধরে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। বর্তমানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
Tag:
:ফুলছড়ি নিউজ, fulchari news, নিউজ বাংলা,বাংলা খবর,বিডি নিউজ,news 24 live bangla,24 ঘন্টা নিউজ বাংলা,24 ঘন্টা নিউজ বাংলা খবর,24 ঘন্টা বাংলা নিউজ খবর,24 ঘন্টা বাংলা নিউজ লাইভ,ajker bengali news,all bengali news live,all news in bangla,all news in bengali,are bangla news live,bangla hot news,bangla hot news today,bangla khabar news channel,bangla news ajker,bangla news channel khabar,bangla news live tv 24,bangla news of today,bangla today news paper,g news bangla live,latest news bengali today,latest news today bangla,latest online bangla news,latest update bangla news,live news channel bangla,news 24 bangla today,news 9 bangla live,news bangla channel khabar,news bangla update,news channel in bengali,news headlines bengali,news in bangla,news in bengali version,news paper in bengali,news paper today bengali,news paper today in bengali,news portal bengali,news বাংলা,online live bengali news channel,online news channel bengali,online news in bengali,recent news bangla,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন