Header Ads

Breaking News

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

ঝিকরগাছায় ৭ বছরের মেয়ে শিশুর শ্লীলতাহানির অভিযোগ

 ঝিকরগাছায় ৭ বছরের মেয়ে শিশুর শ্লীলতাহানির অভিযোগ


সুজন মাহমুদ জেলা প্রতিনিধি(যশোর)

যশোরের ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ড শান্তিনগরে ২য় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী একটা মেয়ে শিশুর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আজিজুল ইসলাম (৬০) ঝিকরগাছার কাটাখাল বেলে বটতলা এলাকার বাসিন্দা।

শ্লীলতাহানির স্বীকার শিশুর বরাতে তার নানি বলেন গত রবিবার (১৯ আগষ্ট) সকালে তার নাতনি কাটাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী স্কুল ছুটির পরে বাড়িতে আসছিলো। পথিমধ্যে বেলে বটতলা এলাকার আজিজুল ইসলাম শিশুটিকে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে বেলে বটতলা বাজারে অবস্থিত তার দোকানে নিয়ে গিয়ে মেয়েটির জামা-

পায়জামার ভেতরে হাত ঢুকিয়ে বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। শিশুটি বাড়িতে ফিরে তার নানিকে এই ঘটনা জানায়। অভিযুক্ত আজিজুলের বিরুদ্ধে এর আগেও অনেক শিশু নিপিড়নের ঘটনা আছে। এই ধরনের একটা ঘটনায় তিনি জেল খেটে কিছুদিন আগে মুক্ত হয়েছেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকার বাচ্চারা ঐ রাস্তা দিয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে।

অনেক অভিভাবক নিজে তার বাচ্চাদের স্কুলে পৌঁছে দিচ্ছেন। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্তের ছেলে আল আমিন বলেন, এটা আমার আব্বার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। একটা ৭ বছর বয়সী বাচ্চা কেন তার বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে বা এই ধরনের

শিশু নিপিড়নের ঘটনায় বারবার কেনো তার পিতার নাম আসছে এই প্রশ্নের কোনো সদুত্তোর তিনি দিতে পারেননি। তার পিতার সাথে কথা বলতে চাইলে তিনি এই প্রতিবেদককে কথা বলিয়ে দেননি।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম বলেন, আমার কাছে মেয়েটির নানি এসেছিলো। যেহেতু এধরণের ঘটনার শালিস বিচার করা আমাদের এখতিয়ারের বাইরে তাই তাদেরকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে বারবার একই ব্যক্তি একই ধরনের ঘটনা ঘটানোয় তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart