Header Ads

Breaking News

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

কেশবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

 কেশবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১, ইজিবাইক উদ্ধার।




জেলার পুলিশ সুপার জনাব জিয়া উদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় : ইং ০৫/০৮/২০২৪ তারিখ ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়জিদ (২৪) কে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে ইজিবাইক ভাড়া করে হাসানপুর থেকে সাতক্ষিরা

ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে নিয়ে পথিমধ্যে কেশবপুর থানাধীন কাবিলপুর গ্রামস্থ ধনপোতা পুকুরপাড়ের রাস্তায় গলায় ছুরিকাঘাত করে হত্যা করে লাশ রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এই সংক্রান্তে নিহতের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় এজাহার দায়ের করলে কেশবপুর থানার মামলা নং ০২ তাং-১৪/০৮/২০২৪

ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় নবাগত পুলিশ সুপার বিষয়টি থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিলে ডিবির এলআইসি টিমের এসআই শামীম হোসেন, শফি আহম্মেদ রিয়েল, মফিজুল ইসলাম, পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এসআই হেলালুর রহমান দের সমন্বয়ে

একটি টিম তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে সনাক্ত করে ইং ০৪/০৯/২০২৪ তারিখ রাত ০৮.টার সময় সাতক্ষীরা সদর থানাধীন শিকড়ি এলাকায় অভিযান করে ঘটনায় জড়িত ঘাতক আসামী মনিরুলকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মনিরুল ছিনতাইয়ের উদ্দেশ্যে হাসানপুর বাজার থেকে ঘটনার আগে রাতে চালক সোহাগের নাম্বার সংগ্রহ করে এবং ছাগলের

ব্যবসায়ী পরিচয় দিয়ে ০৫ আগষ্ট ভোর ৪টার সময় হাসানপুর থেকে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে ছাগল নিয়ে আসার উদ্দেশ্যে ভাড়ার প্রস্তাব করে এবং সে মোতাবেক ৫ আগষ্ট সকালে ইজিবাইক নিয়ে

হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় পোচ দিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে পানিতে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে ঘাতক মনিরুল এর ভাইরা খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করে। আসামি ১। মোঃ মনিরুল শেখ(২২), পিতা-হাবিবুর শেখ, সাং-হাসানপুর দক্ষিনপাড়া, থানা-কেশবপুর, জেলা-যশোর।

১। ছিনতাইকৃত ইজিবাইক ০১টি।
২। আসামীর ব্যবহৃত মোবাইল-০১টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart