শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার এই দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সকাল সোয়া ৮টার দিকে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৮টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। তিনি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায়।
সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সে সময় স্যালুট দেয় । এ সময় বিউগলে একটি করুণ সুর বাজানো হয়। সেখানে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান।
এর আগে, রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে সেখানে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এরপর প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল সে সময় গার্ড অব অনার প্রদান করে, এরপর বিউগলে বাজানো হয় করুন সুর।
ট্যাগ:
ফুলছড়ি নিউজ, fulchari news, নিউজ বাংলা, বাংলা খবর,বিডি নিউজ,news 24 live bangla,24 ঘন্টা নিউজ বাংলা,24 ঘন্টা নিউজ বাংলা খবর,24 ঘন্টা বাংলা নিউজ খবর,24 ঘন্টা বাংলা নিউজ লাইভ,ajker bengali news,all bengali news live,all news in bangla,all news in bengali,are bangla news live,bangla hot news,bangla hot news today,bangla khabar news channel,bangla news ajker,bangla news channel khabar,bangla news live tv 24,bangla news of today,bangla today news paper,g news bangla live,latest news bengali today,latest news today bangla,latest online bangla news,latest update bangla news,live news channel bangla,news 24 bangla today,news 9 bangla live,news bangla channel khabar,news bangla update,news channel in bengali,news headlines bengali,news in bangla,news in bengali version,news paper in bengali,news paper today bengali,news paper today in bengali,news portal bengali,news বাংলা,online live bengali news channel,online news channel bengali,online news in bengali,recent news bangla,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন